Site icon Jamuna Television

বশেমুরবিপ্রবি’র ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার রাত ১২টার দিকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষার্থীরা ভিসিকে বিএনপির লোক দাবি করে তার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে বলেন, এই ভিসি-র মেয়াদে নিয়োগ পাওয়া শিক্ষকরা জামায়াত-বিএনপির লোক। তাই এ বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপি’র ভিসি থাকতে পারবে না। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করেন।

সাংবাদিকদের আন্দোলনের মুখে বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে আজ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Exit mobile version