Site icon Jamuna Television

নুর চৌধুরীর অবস্থান বিষয়ে জানতে বাধা নেই: কানাডার আদালত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর অবস্থান প্রকাশ করা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশের আবেদনের পক্ষে রায় দিয়েছে কানাডার আদালত। স্থানীয় সময় মঙ্গলবার এ রায় দেন দেশটির ফেডারেল আদালত।

রায়ে বিচারক ও’রেইলি বলেন, নূর চৌধুরীর অবস্থান প্রকাশ না করার সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল রিভিউ আবেদন করেছে। এই আবেদন গ্রহণ করা উচিত। ১৯৯৬ সালে নূর চৌধুরী এবং তার স্ত্রী পর্যটক ভিসায় কানাডায় যান। এরপর উদ্বাস্তু সুরক্ষার জন্য আবেদন করেন। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় অন্য আসামিদের সাথে নূর চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়; তার মৃত্যুদণ্ড দেন আদালত। ২০১৮ সালে কানাডার কাছে বাংলাদেশ নূর চৌধুরীর বিষয়ে তথ্য জানতে চাইলে তা দিতে অস্বীকার করা হয়।

Exit mobile version