Site icon Jamuna Television

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবেন না মোদি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মির ইস্যুতে চলা টানাপোড়েনের মধ্যে এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেন, ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ব্যবহার করতে পারবেন না পাকিস্তানের আকাশসীমা। জাতিসংঘের ৭৪-তম অধিবেশনে যোগ দিতে জার্মানি হয়ে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের কথা মোদির। সেজন্যই, চিরবৈরি প্রতিবেশির আকাশসীমা ব্যবহার করতে দেয়ার অনুরোধ জানিয়েছিল নয়াদিল্লি।

তবে সাম্প্রতিক কাশ্মির সংকটের দোহাই দিয়ে সেটি নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এর ফলে, বিকল্প পথে দিল্লি থেকে ফ্রাঙ্কফুট যেতে হবে নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানকে। সেক্ষেত্রে, যাত্রার সময় বাড়বে ৪৫ থেকে ৫০ মিনিট।

Exit mobile version