Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ায় বিএনপি নেতা দুদু’র বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালতে মামলা করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

মামলাটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগে বলা হয়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে বলে হুমকি দেন শামসুজ্জামান দুদু। মামলার বাদি অভিযোগ করেন, আসামি এই ধরণের পরিকল্পনার সাথে জড়িত। যেটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।

Exit mobile version