Site icon Jamuna Television

অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ভিসি ও ডিন: সাদা দল

অবৈধভাবে ৩৪ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে ভিসি ও ডিন শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এমন মন্তব্য করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন থেকে একথা জানান শিক্ষকরা।

প্রশাসন দলীয় লেজুড়বৃত্তি ও অব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষকরা বলেন, চিরকুটের মাধ্যমে ভিসি কখনো ভর্তির অনুরোধ করতে পারেন না। ভর্তি জালিয়াতিতে জড়িত শিক্ষকরা শিক্ষা দেয়ার নৈতিকতা হারিয়েছেন বলেও মন্তব্য করে সাদা দলের শিক্ষকরা। এসময় বুধবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দাও জানান, তারা।

Exit mobile version