Site icon Jamuna Television

ছিনতাইয়ের নাটক করে বিকাশের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরের লালপুরে বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকুতরা হলেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী ও তার মামাতো ভাই একই উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে হাসান। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার ও টাকা উদ্ধারের পর নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংকালে পুলিশসুপার (ভারপ্রাপ্ত) আকরামুল হোসেন এক লিখিত বক্তব্যে জানান যে, গতকাল ১৮ সেপ্টেম্বর লালপুর থানা পুলিশের কাছে সংবাদ আসে যে,উপজেলার চংধুপইল থেকে গোপাল পুরযাওয়ার পথে চিরঞ্জীব মমতাজ স্মৃতি সৌধ এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলীর নিকট থেকে অস্ত্রের মুখে বিকাশ’র ৫লাখ ৮০ হাজার টাকা ও প্রতিষ্ঠানের দুইটি মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ তদন্তে নামেন। তদন্তকালে জানতে পারেন বিকাশডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী তার মামাতো ভাই হাসানের সাথে যোগসাজসে একটি ছিনতাই ঘটনার নাটক সাজিয়ে বিকাশের টাকা ছিনতাই করেছে। পরে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,টাকাগুলো সে নিজেই ছিনতাই করেছে। সে টাকাগুলো তার মামাতো ভাই হাসানের কাছে রেখেছে। তার স্বীকারোক্তি অনুসারে আজ বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম থানার মিস্ত্রিপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে হাসানের ঘর থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার ও হাসানকে গ্রেফতার করা হয়।

Exit mobile version