Site icon Jamuna Television

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আন্দোলনকারীরা উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ১লা অক্টবরের মধ্যে তার পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।

বিক্ষোভ শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিসির পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে আনীত দুর্নীতির বিচার দাবি করেন।

গতকাল আন্দোলনকারীদের সাথে জাবি প্রশাসনের ৩ ঘণ্টা বৈঠক শেষে অমীমাংসিতভাবেই শেষ হয় আলোচনা। আলোচনা শেষে সংবাদ সম্মেলন করে সময় বেধে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

এদিকে উপাচার্য আন্দোলনকারীদের দাবীর নৈতিকতা নেই জানিয়ে নিজেকে পরিচ্ছন্ন করতে তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতি।

Exit mobile version