Site icon Jamuna Television

সিআইপি হলেন শিল্পপতি আবদুল ওয়াদুদ

দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শেখ মো. আবদুল ওয়াদুদ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির নিকট হতে সিআইপি কার্ড গ্রহণ করছেন। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পদস্থ কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিল্প ও রফতানিতে বিশেষ অবদান রাখায় তিনি সিআইপি কার্ড অর্জন করেন। এ সময় শেখ মো. আবদুল ওয়াদুদ বলেন, যে কোন সম্মাননাই ব্যবসায়ীদের উৎসাহিত করে। গৌরবের এই কার্ডের যেসব সুযোগ-সুবিধা দেয়া হয়েছে তা নিশ্চিত করা গেলে ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবে এবং রফতানি খাতকে আরো এগিয়ে নেয়া সহজ হবে।

Exit mobile version