Site icon Jamuna Television

ইয়াংম্যানস ক্লাব সিলগালা

ফকিরেরপুলে গতকাল অভিযান চালানো ইয়াংম্যানস ক্লাবের অবৈধ ক্যাসিনো সিলগালা করে দেয়া হয়েছে। দুপুরে, র‍্যাব সদস্যরা গিয়ে ক্যাসিনোটি সিলগালা করেন।

জুয়া খেলার সামগ্রীসহ ক্যাসিনোর অন্যান্য সরঞ্জাম ক্যাসিনোর ভেতরেই রাখা আছে। তবে ক্যাসিনোর বাইরে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতরাতে অভিযানের পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হলেও আজ সিলগালা করা হয় ইয়াংম্যানস ক্লাব।

Exit mobile version