Site icon Jamuna Television

কাঁচি দিয়ে ভাগনীকে খুন করলো মামী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মামীর হাতে ভাগনী খুনের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনায় মামী রহিমা আক্তারের (২৮) কাঁচির আঘাতে ভাগনী কলেজ ছাত্রী তাসনিম আক্তার নিপা (১৭) খুন হয়েছে। নিপা ইছাপুরা সরকারি কেবি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি গ্রামে।

ঘাতক রহিমা বেগম ও তার স্বামী আবু তাহের পলাতক রয়েছে।

স্বজন ও পুলিশের বরাত দিয়ে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে নিপার মা রোমেলা বেগমকে মারধর করে রহিমা আক্তার ও আবু তাহেরসহ কয়েকজন। এ সময় নিপা তার মাকে মারধর থেকে রক্ষা করতে গেলে তার মামী রহিমা বেগম কাপড় কাটার কাঁচি দিয়ে নিপার পেটে আঘাত করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা করে ঢাকা রেফার করে। কাঁচির আঘাতে পেটের নাড়ি ও ভুড়ি ফুটো হয়ে গিয়েছিলো।

সিরাজদিখান থানার ওসি (অপারেশন) কাজী রমজানুল জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version