Site icon Jamuna Television

কমলাপুরে যুবলীগ নেতা খালেদের টর্চার সেলের সন্ধান!

এবার রাজধানীর কমলাপুর এলাকায় পাওয়া গেল যুবলীগ নেতা ও ক্যাসিনোর মালিক খালেদের টর্চার সেলের সন্ধান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের বিশেষ অভিযানে কমলাপুরের ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সের ৫ম তলায় ৪০২ নং রুমে খোঁজ পাওয়া যায় এই টর্চার সেলের। অভিযানে সেখান থেকে উদ্ধার করা হয় ইলেক্ট্রিক শক মেশিনসহ বিভিন্ন টর্চার সরঞ্জাম।

সেখান থেকে ১৯০ পিস ইয়াবা, ৫ ক্যান বিয়ার, ৭০০ গ্রাম সীসা, ১.৫ কেজি সীসা খাওয়ার কয়লা, ৩টি মোবাইল, ২টি ল্যাপটপ, ২টি ইলেকট্রিক শক মেশিন, ৫টি লাঠি, ২টি অস্ত্রের তেলের বোতল ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে সন্ধ্যায় তাকে আদালতে তোলা হলে তার বিরুদ্ধে দায়েককৃত দুই মামলায় ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।

এরআগে গতকাল বুধবার রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে ওইদিন সন্ধ্যায় তার নিজ বাসা থেকে তোকে গ্রেফতার করে র‌্যাব। একইসাথে ইয়ংমেন্স ক্লাব সীলগালা করা সহ জব্দ করা হয় বিপুল টাকা ও বিদেশী মদ।

Exit mobile version