Site icon Jamuna Television

হাফেজী মাদ্রাসায় আগুন, ২৭ শিশু শিক্ষার্থীর মৃত্যু

ভোররাতে সবাই পবিত্র কোরআন শরীফ মুখস্ত করতে ব্যস্ত। এমন সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি হাফেজী মাদ্রাসায় আগুন লেগে নিহত হয় ২৭ জন শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়ার এক টুইটবার্তায় রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভেল সিটির হাফেজী মাদ্রাসাটিতে আগুন লাগার ঘটনায় শোক প্রকাশ করেন।

তিনি বলেন, গত রাতে পেইন্সভেল সিটিতে যে শিশুরা মারা গেছে তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়,” টুইটে বলেছেন ।

লাইবেরিয়ার পুলিশের মুখপাত্র মোজেস কার্টার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

Exit mobile version