Site icon Jamuna Television

খুলনা মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ বছর বয়সী রোজিনা বেগম নামে এক গৃহবধূ। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার খায়রুল ইসলামের স্ত্রী। রোজিনা বেগম আজ ভোর ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ-তে নেওয়া হলে সেখানেই রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।

ডেঙ্গুর সক সিনড্রমে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এনিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১৪-তে।

Exit mobile version