Site icon Jamuna Television

আমি নিজেই জানি না আমি বিবাহিত: আফিফ

আমি বিবাহিত এমন গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিজেই জানি না যে আমি বিবাহিত। কিন্তু কিছু লোক ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। এমন বক্তব্য বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আফিফ লিখেছেন, দয়া করে কোনো কিছু না জেনে মিথ্যা পোস্ট দেয়া থেকে বিরত থাকুন। অন্যথায় আমি লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব।

ক’দিন আগেই আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন এক ম্যাচ জিতেছে বাংলাদেশ। মাত্র ২৬ বলে ৫২ রানের ক্যামিও ইনিংস খেলে সমর্থকদের মন জয় করেন। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে কথাও বলেছেন।

আত্মবিশ্বাস দেখে কে বলবে দেড় বছর পর দলে ফিরেছেন আফিফ। এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফ হোসেনের। সেবার বিবর্ণ থাকলেও এবার দারুণ সপ্রতিভ ছিলেন আফিফ। কিন্তু বিয়ের গুজবে যারপরনাই বিরক্ত আফিফ। তাই, আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার।

Exit mobile version