Site icon Jamuna Television

বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নানা অনিয়ম ও দুর্নীতি এবং কথায় কথায় শিক্ষার্থীদের বহিস্কারাদেশ দেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে।

বিশেষ করে গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিস্কার করলে শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জিনিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিকেলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে তারা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেয়। শিক্ষার্থীরা সারারাত সেখানে অবস্থান করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এদিকে, গতকাল বিকেল থেকে শিক্ষার্থীরা আমরন অনশন শুরু করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে কোন যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের একমাত্র দাবি ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ করলেই কেবল তারা আন্দোলন থেকে সরে যাবে। না হলে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানায়।

Exit mobile version