Site icon Jamuna Television

ঠাকুরগাঁও সীমান্তে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকায় কামাল হোসেন (২৮)নামে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে । শুক্রবার গভীর রাতে ভারতের নরগাঁও ও ফুলবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন হরিপুর কাঁঠালডাঙ্গী এলাকার মৃত হাকিম উদ্দীনের ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক মোহাম্মদ রাজ মামুদ নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কামাল হোসেন সহ আরো বেশ কয়েকজন চোরাকারবারি গরু আনার উদ্দ্যেশে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় বিএসএফ ধাওয়া দিলে চোরাকারবারিরা যে যার মতো করে পালিয়ে বাংলাদেশে ফেরত আসলেও কামাল হোসেন ভারতের অভ্যন্তরেই থেকে যায়। প্রায় ঘণ্টা খানেক পরে কামাল হোসেন আহত অবস্থায় ফেরত আসলে পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে ভোর রাতে কামালের মৃত্যু হয়।

কামাল হোসেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘটনায় প্রকৃত কারণ জানতে বিজিবি ও বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।

Exit mobile version