Site icon Jamuna Television

কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজ কে দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে র‍্যাব।

সফিকুল আলম ফিরোজ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বায়রার সিনিয়র সহ-সভাপতি। তিনি চাঁদপুর-৫(শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এরআগে রাজধানীর ধানমণ্ডি কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনো থাকার গোয়েন্দা খবরে সেখানে অভিযানে নামে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে এ অভিযান শুরু করে র‌্যাব-২। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

জানা গেছে, পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হচ্ছে।

Exit mobile version