Site icon Jamuna Television

যুবলীগ বলে মাতব্বরি করবেন সেই দিন শেষ: যুবলীগ চেয়ারম্যান

নিজের সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবলীগ বলে মাতব্বরি করবেন সেই দিন শেষ। এটা বাবরের (বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) আইনশৃঙ্খলা বাহিনী না, এটা খালেদা জিয়ার মন্ত্রণালয় না। এটা শেখ হাসিনার সরকার।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। যত বড় নেতাই হোক তাকে ধরুন। আমি ক্যাসিনো চালাইলে আমাকেও ধরুন।

আইনশৃঙ্খলা বাহিনী যাকে ধরবে তাকেই বহিষ্কার করা হবে বলে জানিয়ে যুবলীগ সভাপতি বলেন, ক্যাসিনোর মালিক যুবলীগ নেতারা, এটি মিথ্যা নয়। আগে তথ্য পেলে ব্যবস্থা নেয়া যেত। আইনশৃঙ্খলা বাহিনী যাদের ধরবে তাদের বহিষ্কার করা হবে। কারো কোন ছাড় নেই।

কর্মীেদর উদ্দেশে তিনি বলেন, কয়জন যুবলীগ ধরা পড়েছে দেখেছেন? সাবধান হয়ে যান।

ওমর ফারুক চৌধুরী বলেন, সরকারের সফলতাগুলিকে প্রচার করার ব্যবস্থা করেন। কর্মসূচি গ্রহণ করেন।

Exit mobile version