Site icon Jamuna Television

রাজধানীতে ক্যাসিনো সন্দেহে আরও ৩ ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব

অবৈধ ক্যাসিনো চালানোর গোয়েন্দা খবরের ভিত্তিতে রাজধানীর কয়েকটি ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব। ধানমণ্ডি ক্লাব, এজাক্স ক্লাব ও কারওয়ানবাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা।

এদিকে শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে যায় র‌্যাব-২। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে দুপুর দেড়টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় র‌্যাব। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

জানা গেছে, কলাবাগান ক্রীড়াচক্রের পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

র‌্যাব সূত্র জানায়, দুপুর দেড়টায় ফিরোজকে আটক করা হয়। পরে বিকাল ৪টা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের আশপাশে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়।

Exit mobile version