Site icon Jamuna Television

৪ হাত লম্বা গোখড়া, সাঁপুড়ের দাবী সাপটির বয়স প্রায় ২৫ বছর

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা সদরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার ট্রাক চালক মোঃ আলেক ওরফে আলেক ড্রাইভারের বসতবাড়ি থেকে বিশাল আকৃতির সাড়ে ৪ হাত লম্বা একটি বিষধর খয়েরী রংয়ের গোখড়া সাপ ধরা পরেছে।

সাঁপুড়িয়ার দাবী বিশাল আকৃতির এই খয়েরী পুরুষ গোখড়ার বয়স প্রায় ২৫ বছর।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক চালক আলেক এর বাড়ির উঠানে ইটের স্তূপের ভিতর থেকে সাপটি ধরা হয়।তখন এই বিশাল আকৃতির গোখড়া সাপটি দেখতে শত শত লোক ভীর জমায়।

রাজবাড়ী জেলার খ্যাতনামা সাঁপুড়ে সরদার লিটন জানান, এই গরমের মৌসুমে নানা জায়গায় লুকিয়ে থাকা সাপ লোকালয়ে চলে আসে। তখন মানুষের বসতবাড়ির ঘরের ভিতর,খড়ের গাদা,ইটের স্তূপ,মুরগীর খোপে সাপগুলো আশ্রয় নেয়। বিশাল আকৃতির এই গোখড়া সাপটির বয়স আনুমানিক ২৫ বছর। এতো বড় সাপ সচরাচর দেখা যায়না। হয়ত সাপটি এতো দিন নির্জন স্থানে লুকিয়ে ছিলো। আমার ৩০ বছরের সাঁপুড়ে জীবনে আমি এতো বড় গোখড়া সাপ ধরিনি।

এসময় সাঁপুড়িয়া লিটন বলেন, সবাই কে বলবো সব সময় বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর বিষধর সাপ দেখলেই সাঁপুড়িয়াকে খবর দিতে।

Exit mobile version