Site icon Jamuna Television

বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, আহত অন্তত ২০

গোপালগ‌ঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জোড়পূর্বক ক্যাম্পাস বন্ধ ঘোষণার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পা‌সের বাই‌রে থেকে ক্যাম্পাসে আসার পথে বিভিন্ন স্থা‌নে ব‌রিাগত‌দের হামলায় আহত হন এসব শিক্ষার্থী।

ভিসির পদত্যাগের দাবিতে গত তিন দিন যাবত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষনা দিয়ে ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গেল ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফাতেমা-তুজ-জিনিয়ার বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

তবে বৃহস্পতিবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে ছাত্র-ছাত্রীরা।

Exit mobile version