Site icon Jamuna Television

ইবিতে ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচী, মিছিল-সমাবেশ নিষিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণার কারণে ক্যাম্পাস এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান ও ছাত্র উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্মন যুগ্ম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে কর্মসূচী ঘোষণা করলে ক্যাম্পাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করেছে।

Exit mobile version