Site icon Jamuna Television

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

গতকাল শুক্রবার রাতে ধানমণ্ডি থানায় মামলা দুটি করা হয়।

এর আগে শুক্রবার ক্যাসিনো সন্দেহে কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব এর সদস্যরা। এসময় শফিকুল আলম ফিরোজকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসময় সেখানে থেকে বেশ কিছু জুয়া খেলার কয়েন, আটশ’ হলুদ রঙের ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

র‌্যাব জানায় সেখান থেকে জব্দ করা ইয়াবাগুলো প্রচলিত ইয়াবা থেকে আলাদা। সেগুলো হলুদ রঙয়ের ও সেগুলোতে কোন গন্ধ নেই।

Exit mobile version