Site icon Jamuna Television

একাদশে কারা থাকছেন আজ?

ফাইনাল নিশ্চিত দু’দলেরই। তাই আজকের ম্যাচটি তাই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জহুর চৌধুরীর স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব খেলতে পারবেন না। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ১৮ রানে ২ উইকেট পেলেও ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুতে ব্যাথা পেয়েছেন এ লেগস্পিনার। ক্ষতস্থানে তিনটি সেলাইও দিতে হয়েছে।

আফগানদের বিপক্ষে একাদশ নিয়ে মুখ খোলেননি জাতীয় দলের কোনো ক্রিকেটার অথবা টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে একান্তে ব্যাটিং অনুশীলন করেন নাঈম। অবশ্য বাকি দুই ওপেনার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তের সঙ্গেও সময় কাটিয়েছেন ম্যাকেঞ্জি।

এবারের সিরিজে টি-টোয়েন্টি অভিষিক্ত শান্তকেও সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিক বিবেচনায় এখনই সুযোগ না মিলতে পারে নাঈমের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Exit mobile version