Site icon Jamuna Television

জেরুজালেম ইস্যু: ওআইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

মুসলিম নেতাদের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড় বাধা বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেম ইস্যুতে ওআইসি সম্মেলনের পর এ প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।

বুধবার মুখপাত্র হিদার নোয়ের্ট বলেন, ফিলিস্তিন-ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিশ্চিতেই কাজ করছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে মুসলিম দেশগুলোর জোট ওআইসির নেতাদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ব্ক্তব্যের প্রেক্ষিতে নোর্য়েট বলেন, সংকট সমাধানে যুক্তরাষ্ট্রই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। শান্তি সব ধরনের সহায়তা আলোচনায় দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বুধবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির বিশেষ সম্মেলনে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয় মুসলিম দেশগুলোর সম্মিলিত সংস্থাটি।

সম্মেলনে মুসলিম দেশগুলোর নেতারা ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা শেষ হয়েছে বলেও ঘোষণা দেন।

Exit mobile version