Site icon Jamuna Television

কৃষকের পুকুরে বিষ ফেলে ৩ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ হান্নান হওলাদার ওরফে হালান নামের এক অসহায় কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এতে করে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানায়।

এ বিষয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী কৃষক। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে।

ভূক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার মোঃ জয়নাল হাওলাদারের ছেলে হালান হাওলাদার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছেন। মাছগুলো ইমতধ্যেই বিক্রি করার উপযোগী হয়েছে।

কিন্তু রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার পুকুরের সব মাছ মরে যায়।

হান্নান হওলাদার ওরফে হালান বলেন, আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি মাছের চাষ করে তা দিয়ে সংসার চালাতাম। কিন্তু আমি এখন কি খেয়ে বাঁচবো।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ গোলাম কিবরীয়া বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version