Site icon Jamuna Television

ফেনীতে বিধবাকে গণধর্ষণের অভিযোগ: পুলিশ সদস্য সুজন দাসকে প্রত্যাহার

ফেনীর সোনাগাজীতে এক বিধবাকে গণধর্ষণের ঘটনায় জড়িতের অভিযোগে পুলিশের এক এএসআই’কে প্রত্যাহার করা হয়েছে। তিনি সোনাগাজী মডেল থানায় কর্মরত ছিলেন।

এই ঘটনায় করা মামলায় পুলিশের সেই এএসআই’র নাম না থাকলেও আদালতে দেয়া জবানবন্দিতে তার নাম উঠে আসে।

বিধবা ওই নারীর অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর রাতে স্থানীয় এক নারীর সহায়তায় মাধ্যমে এএসআই সুজন চন্দ্র দাস ও পরে ৫ জন তাকে আটকে রেখে ধর্ষণ করে।

পরে ওই গৃহবধূ বাদি হয়ে সঞ্জু শিকদার, সুন্দরী ও আফলাছ হোসেনের নাম উল্লেখ করে ও আরো তিনজনকে অজ্ঞাত আসামি করে ১৭ সেপ্টেম্বর মামলা করেন।

সেসময় এজাহারে পুলিশ সদস্যের নাম না থাকলেও পরে আদালতে ওই নারী এএসআই সুজন দাসের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। এরপরই পুলিশ সদস্যকে ফেনীর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

Exit mobile version