Site icon Jamuna Television

দলের মধ্যে দ্বন্দ্ব থাকলে মীমাংসা, না হলে কঠোর ব্যবস্থা: জিএম কাদের

দলের মধ্যে দ্বন্দ্ব থাকলে মীমাংসা করতে হবে; না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি একথা বলেন। দলের মধ্যে একতা ধরে রাখার তাগিদ দেন, জিএম কাদের।

জাতীয় পার্টিকে নিয়ে নতুন ধারায় এগিয়ে যাওয়ার কথাও বলেন পার্টি চেয়ারম্যান। রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে জনগণের কাছে পৌঁছানোর জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের নেয়া চলমান কার্যক্রমে সহায়তা করবে জাতীয় পার্টি।

Exit mobile version