Site icon Jamuna Television

আইনজীবীর সাথে পরামর্শ করতে হাইকোর্টে মিন্নি

আইনজীবীর সাথে পরামর্শ করতে হাইকোর্টে গিয়েছেন স্বামী রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে সাত নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি।

সকালে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মিন্নি সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনে তার আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে আসেন। জামিন আদেশে মিডিয়ার সাথে কথা না বলার শর্ত থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে ‘চুপ’ ছিলেন মিন্নি।

গত ২৯ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মিন্নিকে জামিন দেন। জামিনের ওই রায়ে হাইকোর্ট বলেন, জামিন পেয়ে মিন্নি তার বাবার জিম্মায় থাকবেন এবং মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না।

Exit mobile version