Site icon Jamuna Television

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন।

মানবন্ধন থেকে সাবেক শিক্ষার্থীরা দাবি করেন, ভিসি নাসির উদ্দিন নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। নারী শিক্ষার্থীর সাথে সে জঘন্যতম আচরণ করে আইন অমান্য করেছেন বলেও অভিযোগ তাদের। যত দ্রুত সম্ভব ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান আন্দোলনকারীরা।

Exit mobile version