Site icon Jamuna Television

সিলেটে জীবনের নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি

সিলেটে সাদা পোশাকে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একই সাথে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক। রোববার দুপুরে তারা থানায় গিয়ে জিডি করেন।

সাংবাদিকেরা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইমজার নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনও তথ্য পাননি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সাথে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত,প্রথ‌মে পু‌লিশ জি‌ডি নি‌তে অস্বীকৃ‌তি জানা‌লেও প‌রে তা গ্রহণ ক‌রেন বলে জানান, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী।

Exit mobile version