Site icon Jamuna Television

মতিঝিলে ৪ ক্লাবে পুলিশের অভিযান, ক্যাসিনোর সরঞ্জাম জব্দ

রাজধানীর মতিঝিলে জনশূন্য আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এখন ক্লাবগুলো থেকে উদ্ধার হওয়া টাকা, মদ, সিসা ও ক্যাসিনো-জুয়ার সামগ্রী জব্দ করা হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া একজন পুলিশ সদস্য সাংবাদিদের জানিয়েছেন, চারটি ক্লাবেই ক্যাসিনোর সামগ্রী পাওয়া গেছে।

এর আগে, গত বুধবার রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, ওয়ান্ডার্স ক্লাব সহ বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান জুয়া খেলার সরঞ্জাম, ক্যাসিনো সরঞ্জাম সহ বিভিন্ন ধরণের বিদেশি মদ উদ্ধার করে।

ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ক্যাসিনো বন্ধ করার জন্যই এই অভিযান। চারটি ক্লাবে অভিযান হচ্ছে। সেখান থেকে ক্যাসিনো সামগ্রী, টাকা ও মদ উদ্ধার করা হয়েছে।

Exit mobile version