Site icon Jamuna Television

জুয়ার টেবিলের সামনে নামাজের সময়সূচি

রাজধানীর মতিঝিলে জনশূন্য আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এসময় ভি‌ক্টো‌রিয়া ক্লাব থে‌কে ক্যা‌সি‌নোর সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। এছাড়া মোহামেডান ফুটবল ক্লাবের কার্যালয়ে অভিযানের সময় সেখানেও মিলেছে বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী।

মোহামেডান ক্লাবের অভিযানের সময় যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে, জুয়ার টেবিলের সামনে ঝুলছে নামাজের সময়সূচি। পাশে রয়েছে আরেকটি তালিকা যেখানে মদের বারসহ ক্লাবের বিভিন্ন অফিসের টেলিফোন নম্বর লেখা রয়েছে।

এর আগে গত বুধবার রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, ওয়ান্ডার্স ক্লাব সহ বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান জুয়া খেলার সরঞ্জাম, ক্যাসিনো সরঞ্জাম সহ বিভিন্ন ধরণের বিদেশি মদ উদ্ধার করে

Exit mobile version