Site icon Jamuna Television

শুরু হচ্ছে বাংলাদেশ-দার্জিলিং সরাসরি রেল যোগাযোগ

৫৪ বছর পর শুরু হতে যাচ্ছে ভারতের দার্জিলিং এর সাথে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় বাংলাদেশ ও ভারত সীমান্তে প্রায় ১১ কিলোমিটার রেলপথ তুলে ফেলা হয়। ৫৪ বছর পর দুই দেশের বন্ধুত্বের সুফল হিসেবে পুনরায় স্থাপিত হচ্ছে রেল যোগাযোগ।

গতকাল দুপুরে নীলফামারী চিলাহাটীতে ব্রডগেজ রেলপথের ভিত্তি প্রস্তর নির্মাণ কালে একথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আজ সোনালী অধ্যায়ে পরিণত হয়েছে।

এই রেলপথ নির্মাণের ফলে চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে সহজেই এই অঞ্চলের মানুষ দার্জিলিং এবং কলকাতা যেতে পারবেন।

এ প্রকল্পে ৮০ কোটি ১৭ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে নির্মান কাজ। পরে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন রেলযাত্রা।

ভিত্তিপ্রস্থর উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুল দাস, রেলওয়ে মহাপরিচালক, আসাদুজ্জামান নুর এমপি, আফতাব উদ্দীন সরকার এমপি, রাবেয়া আলীম এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা।

Exit mobile version