Site icon Jamuna Television

টাঙ্গাইলে বাস-অটোবাইক সংঘর্ষে নিহত দুই

শামীম আল মামুন, টাঙ্গাইল :
টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মহিলাসহ দুইজন নিহত হয়েছে। রোববার বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে এবং নিহত আরেকজন একই গ্রামের অজ্ঞাত এক মহিলা (৫০)।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহী বাসের সাথে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোবাইকটি ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকে থাকা অজ্ঞাত মহিলাসহ দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

এ দুর্ঘটনায় গুরুতর আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত মহিলার বাড়ি উপজেলার জগৎপুরা গ্রামে বলে জানা গেছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে।

Exit mobile version