Site icon Jamuna Television

১৮ বছর ধরে আদালতে ঘুরতে থাকা বাবলু’র ভাগ্য নির্ধারণ হবে রোববার!

স্টাফ রিপোর্টার, নাটোর:

অপরাধ না করেও পুলিশ আর আইনজীবীর ভুলে আসামি হয়ে দুইমাস কারাভোগ করাসহ ১৮ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে থাকা বাবলু শেখের ভাগ্য নির্ধারণ হবে আগামী (২৯ সেপ্টেম্বর) রোববার।

বাবলু শেখের বর্তমান আইনজীবী এ্যাডভোকেট শামীম উদ্দীন জানান, আজ রোববার বাবলু শেখের আপীল শুনানির রায়ের দিন ধার্য্য ছিল। কিন্তু দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকী মামলার নথিপত্র পর্যালোচনা করে জানান, বাবলু শেখের বিষয়টি আলোচিত ঘটনা হওয়ায় তা অধিক পর্যালোচনা করা হবে। তাই আগামী ২৯ সেপ্টেম্বর পর্যবেক্ষণসহ রায়ের দিন ধার্য্য করেন তিনি।

উল্লেখ্য, ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

এরপর তৎকালীন আইনজীবী লুৎফর রহমান বাবু, শ্রী বাবু নামেই বাবলু শেখের জমিন করান। সে থেকে বাবলু শেখ হয়ে যান শ্রী বাবু।

দু’দফায় ৫৯ দিন কারাভোগের পর ১৮ বছর ধরে হতদরিদ্র বাবলু শেখ নিজের সঠিক পরিচয় জানাতে ঘুরে বেড়াচ্ছেন আদালতের বারান্দায়। এ নিয়ে গত ১৮ ও ২০ সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে দুটি বিশেষ প্রতিবেদন প্রচার হলে তা ব্যাপকভাবে আলোচিত হয়।

Exit mobile version