Site icon Jamuna Television

চাঁদপুরে ক্লাব থেকে ৯ জুয়াড়ি আটক

চাঁদপুর বাবুরহাট একাদশ ক্লাবে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো , মান্নান মাল (৫৬), ইদ্রিস মিজি(৫০), ইমদাদুল হক পাটোয়ারী(৫৫), মোহাম্মদ সেলিম গাজী(৬০), ইসমাইল সেখ (৫০) দুলাল ধর(৫৬) বশির ছৈয়াল (৬৫), যুবরাজ চন্দ্র দাস (৫৫), শুকুমার কর রামু(৫৫)।

এদের মধ্যে সদর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুকুমার কর রামু ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস ও একজন সাবেক ইউপি চেয়ারম্যান রয়েছে।

আটক জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ তাদেরকে রোববার দুপুর ৩ টায় আদালতে পাঠিয়ে দিলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

Exit mobile version