Site icon Jamuna Television

পরকিয়ার জের ২ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামে পরকিয়ার জেরে শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে দুই বছরের শিশু মাহমুদা ইসলাম মাহিমার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। মাহিমা হাড়িডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহমুদ থান্দারের মেয়ে। এ ঘটনায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে রোজিনা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

এদিকে মাহিমার মা তাসলিমা বেগম জানান, তার স্বামী মাহমুদ থান্দার প্রায় ১৪ বছর ধরে বিদেশে আছেন। দেশে আসা-যাওয়ার সূত্র ধরে চাচী রোজিনা বেগমের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। ফলে বিদেশ থেকে চাচীর (রোজিনা) নামেই টাকা পাঠান। পরকীয়ার কারণে তাসলিমাকে সহ্য করতে পারেন না স্বামী মাহমুদ থান্দার ও চাচী শাশুড়ি রোজিনা। প্রায়ই তাসলিমার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে রোজিনা বেগম। এরই জের ধরে রোববারও তাসলিমার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হয় রোজিনা বেগম। শিশু মাহিমাকে কেড়ে নিয়ে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন বলেন, শিশু মাহিমাকে পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা চিৎকার করেন। এক পর্যায়ে পুলিশ মাহিমাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version