Site icon Jamuna Television

ইয়াবা বিক্রির সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সরদারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। নাইম উপজেলার সাঁড়া ইউনিয়রে আরামবাড়িয়া গ্রামের সোহরাব আলী সরদারের ছেলে। তিনি সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, রোববার আরামবাড়িয়া বাজারে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পুলিশ অভিযান চালিয়ে নাইমকে ইয়াবাসহ আরামবাড়িয়া বাজার থেকে হাতেনাতে গ্রেফতার করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এসময় নাইম সরদারের নিকট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Exit mobile version