Site icon Jamuna Television

ভণ্ড পীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি

মাহমুদুল হাসান, মুন্সিগন্জঃ-

মুন্সিগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়নে কেওয়ার মিয়া বাড়ি এলাকায় সজীব নামে ভণ্ড পীরের ইসলাম ধর্ম বিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগন।

স্মারক লিপিতে জানান, ভণ্ড সজীবকে তারা ছোট বেলা থেকে দেখে আসছে, তার নেই শিক্ষাগত যোগ্যতা। ভণ্ড পীর সেজে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যা তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

স্থানীয় আলেমরা জানান, পীর হওয়ার জন্য একটি নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়। আর ছোট বেলা থেকে সজীবকে আমরা দেখে আসছি সে কোন এলেম শিক্ষা গ্রহণ করে নাই, তাহলে সে কিভাবে পানি ও তেল পড়া দিয়ে যাচ্ছে সেটা সে নিজে ভালো বলতে পারবে। আর সমকামীর অপরাধে আল্লাহ্ একটি জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন।

এরআগে রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রতারণা ও সমকামিতার মত ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এরপর কথিত সজীব পীর ও তার কমিটির লোকজন টিভিতে সাক্ষাৎ প্রদানকারী ব্যক্তিদের জীবননাশের হুমকি দিচ্ছে।

Exit mobile version