Site icon Jamuna Television

বিএনপি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি: কাদের

বিএনপির সময় অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুর্নীতি, মাদক, টেন্ডাবাজি, খুন, চাঁদাবাজি, ধর্ষণের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে শেখ হাসিনা সরকারের নীতি কৌশলে কোন পরিবর্তন হয়নি বলে জানান ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সচিবালয়ে তিনি বলেন, অপরাধী যতই বড় হোক, তাকে শাস্তি পেতেই হবে। অপরাধ ও দুর্নীতির চক্র ভেঙ্গে দিতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অভিযানের ফলে জনগণের কাছে সরকারের যে ইমেজ তৈরি হয়েছে, সেটা নষ্ট হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version