Site icon Jamuna Television

ফতুল্লায় অভিযান: সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা থেকে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমিসহ নব্য জেএমবির ৩ সদস্য আটক করা হয়ছে।

আজ দুপুরে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর একাধিক হামলার আলামতের সাথে সেখান থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের মিল রয়েছে।

আটককৃতরা হলেন- ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২২)।

এর আগে রোববার দিবাগত ভোর রাত থেকে ওই বাড়ির চারপাশ পুলিশ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে ঢাকা থেকে বোম্ব ডিসপজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িতে রোবট নিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

রাত ৩টা থেকে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদিনের বাড়িটি ঘিরে চালানো হয়।

Exit mobile version