Site icon Jamuna Television

‘নির্বাচন কমিশনে জালিয়াতি করে এনআইডি দেয়ার প্রমাণ মিলেছে’

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জালিয়াতি করে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জালিয়াতিতে নির্বাচন কমিশনের চাকরি ছেড়ে যাওয়া ট্যাকনিক্যাল এক্সপার্টরা বেশি জড়িত।

তিনি জানান, চট্টগ্রাম এলাকায় বিশেষ তদন্ত কমিটি গঠন করে ৪৬ জনের তথ্যে গরমিল পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভবিষ্যতে এমন জালিয়াতি ঠেকাতে ৩২টি উপজেলায় বিশেষ কমিটি করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা অধিকতর যাচাইবাছাই করে তথ্য আপলোড করবে।

তবে সেই তথ্য সরাসরি মূল সার্ভারে যুক্ত হবে না। প্রাথমিকভাবে আরেকটি অস্থায়ী সার্ভারে থাকবে বলে জানানো হয়।

Exit mobile version