Site icon Jamuna Television

ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে আদালতের স্থগিতাদেশ

ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছেন আদালত। এই আদেশের সাথে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথি এই আদেশ দেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর আদালতের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়। পরে ১৮ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন।

Exit mobile version