Site icon Jamuna Television

স্কুলছাত্র হত্যায় যুবকের ফাঁসি

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে ইদ্রিস জোমাদ্দার নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার (২৩) জেলার মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলীর ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ ডিসেম্বর দুপুরে ফয়সাল স্কুল থেকে ফিরে বাড়ির মসজিদের সামনে খেলা করছিল। এসময় আসামি ইদ্রিস ফয়সালকে ডেকে বাগানে নিয়ে যান। এরপর থেকে ফয়সাল নিখোঁজ হয়। ৯ ডিসেম্বর বাড়ির পাশের বাগানের মধ্যে ফয়সালের লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে ইদ্রিসকে সন্দেহভাজন আসামি করে হত্যা মামলা দায়ের করে। ২০১৬ সালের ২১ ডিসেম্বর সিআইডির ইনেসপেক্টর ইউনুছ আলী ইদ্রিসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

Exit mobile version