Site icon Jamuna Television

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যু

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু থোয়াইঙ্গাঝিরি এলাকা থেকে বিজিবির সহায়তায় আব্দুল মজিদ নামে ওই রোহিঙ্গার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প ডি-১ এ অবস্থানরত আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বাইশফাড়ি সীমান্তের জিরো পয়েন্টের প্রায় একশত গজ অভ্যন্তরে সকাল ৯ টার দিকে বিকট একটি শব্দ শুনতে পায় বিজিবি। বিজিবির টহলদল দুপুরে নো ম্যান্স ল্যান্ড এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে দুপুর ২টার দিকে পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে আনা হয়। বিকালে লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম পুলিশ ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর ইমন চৌধুরী বলেন, বিজিবির মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে। দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Exit mobile version