Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসী গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ২২ সেপ্টেম্বর রবিবার সকালে সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাইবুলুর সবজি বাগান,পাম বাগানে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন, পুলিশ ও রেলার ১৬০ জনের নেতৃত্বে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করা হয়।
ঘুমের মধ্যে এই অভিযানে অনেকেই দিকবিদিক ছুটে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশের ২৪, ইন্দোনেশিয়ার ১৯, মায়ানমারের ৪ এবং নেপালের ১ জনকে।
সেলাঙ্গর ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি জানান, সুঙ্গাই বুলুর পুসাট কাওয়ালান কুসতা নেগারা এবং কাওয়াছান সবজি বুকিত বুরুনতিংয়ের বিভিন্ন দেশের অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এমন খবরে আমরা ভোর রাতে অভিযান পরিচালনা করি।

আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে সেলাংগার ইমিগ্রেশনে রাখা হয়েছে।

Exit mobile version