Site icon Jamuna Television

দ্বিতীয় শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাওয়ার চাঁপ সইতে না পেরে বসতঘরের তোফায়েল আহমদ (১২) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

তোফায়েল উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পূর্বপাড়া এলাকার হারুন মিয়া ডাক্তার ও জবেদা দম্পতির ছেলে। সে উপজেলার বালিয়াঘাট এলাকা সংলগ্ন গোলকপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল নিয়মিত মাদ্রাসায় যেত না। পাশাপাশি সে পড়াশোনায় অমনোযোগী ছিল। দশ দিন পুর্বে মাদ্রাসা থেকে ছুঁটি নিয়ে বাড়ি ফিরলেও নানা অজুহাতে সে মাদ্রাসায় যেতে প্রতিনিয়ত অনিহা প্রকাশ করে আসছিলো। যে কারণে তার মা-বাবা তাকে বকাঝকা করে মাদ্রাসায় ফিরে যেতে কিছুটা চাঁপ প্রয়োগ করে আসছিলেন।

এদিকে মাদ্রাসায় ফিরে যাওয়ার চাঁপ সইতে না পেরে সোমবার বেলা ১টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বড়ছড়া পুর্বপাড়ার নিজ বসতবাড়ি লাগোয়া বড়বোন তাজ মহল বেগমের বসতঘরে রশি পেঁচিয়ে তোফায়েল আত্মহত্যা করে।

তাহিরপুর থানার এসআই মো.গোলাম মোস্তফা জানান, লাশ ময়না তদন্তের জন্য সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version