Site icon Jamuna Television

ফিফার বর্ষসেরা মেসি

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভ্যান ডাইককে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় (২৪ সেপ্টেম্বর) ইতালির মিলানে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়।

সেরা পুরুষ গোলকিপারের পুরস্কার পেয়েছেন ব্রাজিলিয়ান অ্যালিসন বেকার। আর সেরা কোচের খেতাব পেলেন লিভারপুল বস য়্যুর্গেন ক্লপ। বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন হাঙ্গেরিয়ান তরুণ ফুটবলার ড্যানিয়েল জেসন।

গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৫০টি গোল করেছেন মেসি। এর মধ্যে লিগে ৩৬ গোল করায় জেতেন লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ক্লাবের হয়ে জেতেন লিগ শিরোপা। কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনা দখল করে তৃতীয় স্থান।

Exit mobile version