Site icon Jamuna Television

বাগেরহাটে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কুন্ডুপাড়া এলাকায় উত্তম কুমার বসু (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ী সোমবার রাত ৯ টার দিকে ফকিরাহাট বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দেহে একটি গুলির চিহ্ন রয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সোমবার রাত ৯ টার দিকে ফকিরহাটের আট্টাকী এলাকায় খৈল-ভূষি ও কীটনাশক ব্যবসায়ী অনিল কুমার বসুর ছেলে উত্তম কুমার বসুকে মোটর সাইকেলসহ অচেতন পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উত্তম কুমারকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময়ে পুলিশ উত্তম কুমারের শরীরের সুরতহাল প্রস্তুত করতে গিয়ে গুলির চিহ্ন পেয়েছে।

Exit mobile version